Friday, 11 September 2015

Bong-o-bodhu

- বিয়েটা তাহলে এবছরই করছিস। 
- আরে নাঃ রে, বুঝতে পারছি না। 
- কাকে বিয়ে করবি বুঝতে পারছিস না ?
- আরেঃ না সেটা নযে। আজকালকার মার্কেটে একটা বিয়ে নামানোর খরচা জানিস?
- আমি কী করে জানবো। আমি তো wanderer।
এইসব লৌকিক পিছুটান, হিসেবের খাতা আমার অজানা। 
- সেটাই। শালা vagabond। এইসব ছেদো জিনিস এ তোর ইন্টারেস্ট থাকবে কেন। 
দশ লাখ লাগে দশ লাখ। আইডিয়া আছে কত হযে দশ লাখ?
- এক এর পর অনেকগুলো শূন্য। পুরোটাই binary।
জীবনটা Binary।
- সেই !
- তাহলে কি ঠিক করলি? খরচা করবি?
- আরেঃ সেটা নযে। মেয়ের বাড়ি থেকে চাপ দিচ্ছিল heavy। টাকাটা জোগার ও করে ফেলেছিলাম। কিন্তু অন্য কেস হযে গেছে। 
- কি ??
- আরে মেয়ে পালিয়েছে। 
- সে কিঃ? বাড়ি ছেড়ে?
- হ্যা। মিলি বাড়ি ছেড়ে পালিয়েছে।
- মিলি?
- হ্যা কেনো ?
- আরে আমার নতুন assistant এর নাম মিলি। 
- মানে? এসব এর সাথে তোর অ্যাসিস্ট্যান্ট এর কি সম্পর্ক?
- বুঝতে পারছিনা। হয়তো কিছুই নযে। কলকাতা এ আমার লাস্ট Photo Exhibition এ এসেছিলো। তখন অল্প কথা হযে। কতদিন আছি, এরপর কোথায়ে ইত্যাদি। হঠাত কলকাতা ছাড়ার আগে আমার ফ্লাট এ একটা রুকসাক আর ফ্লাইট এর টিকেট নিয়ে হাজির। বক্তব্য আমার কাছে কাজ শিখবে। তখন খুতখুত করেও রাজি হযে গেছিলাম। Mainly আমার একজন sidearm লাগত বলে। But পরে দেখলাম মেয়েটার ক্যামেরার কাজ অসাধারণ। ফ্রেম সেন্স perfect। She knows how to handle a DSLR।
এখন আমার সাথে Vienna তেই আছে। ভালো কাজ শিখে গেছে। প্লাস আমরা খানিকটা close ও হয়ে পড়েছি। ভাবছি coming month বিয়েটা করে নেবো। I was ok with live in। But ওই চাপ দিচ্ছে। এখানে বাঙালি পুরুত ফুরুত ও জোগার করে ফেলেছে। I was like, ok if this is what you want, let's do it।
- বাকি কথাটা ফোনে হবে না। সামনা সামনি হওয়া দরকার। ফোন রাখ। শালাঃ ফোন রাখ !!!

3 comments: