অতীত - ছোটোবেলায় পাইলট, F1 ড্রাইভার, দেশে বিদেশে ঘুরে বেড়ানো সাইক্লিস্ট, বড় বড় ব্রিজ বানানো মাথায়ে হলুদ হেলমেট পরা লোক, রেস এর জকি এইসব হতে চাওয়া।
মনে VIBGYOR স্বপ্ন, চোখে দস্যিপনা। বিবেচনাবোধ মনকে ময়লা করে ফেলে। বুকে নির্বোধ নির্মল সাহস। ভুভুকঃ অনুসন্ধিত্সা।
প্রশ্নটা তখন "কেন" নয়, প্রশ্নটা "কেন নয়"? বর্তমান - জীবনটা সাড়ে পনেরো ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে এসে ঠেকেছে। এলাম সময়ের সাথে। দুনিয়া এগোলো, আর পায়ে পায়ে আমিও পৌঁছে গেলাম। যুক্তিটা অকাট্য, "সবাই করছে"। সবাই যা চায় আমিও তাই চাই। চাই কারণ সবাই চায় তাই। সাড়ে পাঁচ থেকে পনেরো সবেতে চোখ বুলিয়ে দেখে নেই মেজরিটি কি চাইছে।
তারপর শুধু "অ্যাড টু কার্ট"। ভবিষ্যৎ - অন্ধকার। মন্দগ্রাহী নয়। এটা আশাবাদীর মনের কথা। বিবর্তন এর ধ্রুব সত্যি। Only the dead can be resurrected। মৃত্যু জন্মের আগের পর্যায়।
Too good brother. Keep it coming.
ReplyDeleteSalute... this is just resurrection of dead patro... it could never be better... chummah
ReplyDeleteThis one is superb :)
ReplyDelete